স্টাফ রিপোর্টার: এ বছর বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে ৯ জানুয়ারি। প্রথম পর্ব ৯ জানুয়ারি শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় গতকাল বুধবার এ তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবোলা ভাইরাসে আক্রান্ত পাঁচটি দেশের মুসল্লিদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ব ইজতেমায় ভিসা না পাওয়া দেশগুলো হলো, লাইবেরিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওন, গিনি ও মালি। প্রস্তুতিসভায় প্রতিমন্ত্রী বলেন, আমরা এ দেশগুলোর মুসল্লিদের আসতে নিরুৎসাহিত করবো। একই সাথে এসব দেশের নাগরিকদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত দেশগুলোর বাংলাদেশ মিশনে পৌঁছে দেয়া হবে।