বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের নির্বাচন সম্পন্ন

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের ভোট ছাড়াই ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাহী সদস্য পদে একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাকি ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহমেদ জানান, গত ২৫ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাহী সদস্য পদের প্রার্থী আলাউদ্দিন আহমেদ (সদস্য নং-৩৪) লিখিতভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহার করলে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেষ হয়। পরে তিনি ত্রিবার্ষিক নির্বাচনের (২০১৫-২০১৭) ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে মো. গোলাম রসুল, সেক্রেটারি পদে অ্যাড. খন্দকার একরামুল হক হীরা এবং নির্বাহী সদস্য পদে আসকার আলী, কেএম আতাউল হাকিম লাল মিয়া, মো. আনারুল ইসলাম, অ্যাড. মো. শফিকুল আলম ও অ্যাড. ইয়ারুল ইসলাম।

Leave a comment