ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিকের ২৬ বছর কারাদণ্ড

মাথাভাঙ্গা মনিটর: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় পাকিস্তানি অভিনেত্রী মডেল বীনা মালিককে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বীনার সাথেই পাকিস্তানের সর্ববৃহৎ মিডিয়া গ্রুপ জিও টিভির মালিক মীর শাকিল-উর-রহমান, অনুষ্ঠানটির সঞ্চালক শায়েস্তা ওয়াহিদি এবং বীনা মালিকের স্বামী আসাদ বশিরকেও অভিযুক্ত করা হয়েছে। এছাড়া কারাবাসের সাথেই প্রত্যেকের ১৩ লাখ পাকিস্তানি অর্থ জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা দিতে না পারলে অপরাধী সব্যস্ত প্রত্যেকের সম্পত্তি বেচে সেই টাকা সংগ্রহের আদেশ দিয়েছেন আদালত। মে মাসে একটি ব্লাসফেমাস (ধর্মবিরোধী) অনুষ্ঠান সম্প্রচারের অভিযোগ ওঠে জিও টিভি ও জঙ্গ গ্রুপের মালিক মির শাকিল-উর-রহমানের বিরুদ্ধে। ওই অনুষ্ঠানে বীনা মালিকের সাথে স্বামী বাশিরের নকল বিয়ের মঞ্চে ধর্মীয় গান বাজানো হয়েছিলো। রায় ঘোষণার সময় বিচারপতি জানিয়েছেন, অভিযুক্ত ৪ জনই ধর্মীয় পবিত্রতার অবমাননা করেছেন। ৪০ পাতার রায়ে বিচারপতি পুলিশদের নির্দেশ দিয়েছেন আসামিদের যেন দ্রুত গ্রেফতার করা হয়। তবে আসামিরা স্থানীয় হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন। এই মুহূর্তে দোষী ঘোষিত ৪ জনই পাকিস্তানের বাইরে আছেন। রহমান বহুদিন ধরেই ইউএই’র বাসিন্দা। বারবার জঙ্গি গোষ্ঠীগুলোর কাছ থেকে হুমকি পেয়ে বেশ কিছুদিন আগেই বিদেশ পাড়ি দিয়েছেন বাকি ৩ জন। ফলে কবে গ্রেফতারির আদেশ কার্যকর হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যাচ্ছে না।