দিননশেষে পাকিস্তান ২৮১/৩

মাথাভাঙ্গা মনিটর: ব্যাট হাতে টাটকা ফর্ম নিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি পাকিস্তানি এ অলরাউন্ডার।  আর প্রত্যাবর্তনে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্ম ধরে রাখলেন এ পাকিস্তানি ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে গতকাল ১৭৮ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ হাফিজ। ২৬২ বলের মারকুটে ইনিংসে হাফিজ হাঁকান ২৩টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। এতে শারজাহ টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ পৌঁছে ২৮১/৩-এ।  দিন শেষে ব্যক্তিগত ৩৮ রানে অপরাজিত পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। প্রথম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিলো ৮২/১। অপর ওপেনার শান মাসুদ আউট হন ব্যক্তিগত ১২ রানে । তিন ম্যাচ টেস্টের প্রথমটি পাকিস্তান ২৪৮ রানে জেতে। আর দ্বিতীয়টি ড্র হয়। এতে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে আছে।