কালীগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার নাড়ীপাড়া গ্রামের শাহ আলমের ছেলে রাজু, বাবরা গ্রামের তকদির মোল্লার ছেলে মমিন মণ্ডল ও নিশ্চিতপুর গ্রামের বিনোদ ছেলে বিষুকে মাদক সেবন করার সময় আটক করা হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনয়ার হোসেন মোল্লার ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তিনজনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।