১৫ ডিসেম্বরের মধ্যে পে-কমিশনের প্রতিবেদন : অর্থমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেতন ও চাকুরি কমিশন ২০১৩’র প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করবে পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর যতো দ্রুত সম্ভব পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জন্য গঠিত বেতন ও চাকরি কমিশন ২০১৩’র প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করবে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর যতোদ্রুত সম্ভব তা বাস্তবায়ন করা হবে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পে-কমিশনের রিপোর্ট বাস্তবায়ন প্রসঙ্গে সাংবদিকদের বলেছিলেন, আগামী অর্থ বছরের (২০১৫-১৬) জুলাই মাস থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে। এর আগে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ফরাস উদ্দীনকে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করা হয়। পরে কমিশনের মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়। কমিশন ইতোমধ্যে জানিয়েছে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের কাছে রিপোর্ট দিতে সক্ষম হবেন।