মাথাভাঙ্গা মনিটর: সারদাকাণ্ডে এসএফআইওর নজরে এবার তৃণমূলের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায়। সম্প্রতি তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এসএফআইও। রিপোর্টে বলা হয়েছে শতাব্দী শুধু সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডারই ছিলেন না। এরচেয়েও আরও গুরু দায়িত্ব দেয়া হয়েছিলো শতাব্দীকে। অন্য সংস্থার কাছে সারদার ভালো দিকগুলো তুলে ধরার দায়িত্ব ছিলো শতাব্দী রায়ের ওপর। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সারদা কর্তা সুদীপ্ত সেনকে নিজের মালিকানাধীন টিভি চ্যানেল বিক্রি করেন শুভাপ্রসন্ন। চালু না হওয়া, পরিকাঠামোহীন ওই চ্যানেলের পেছনে বিশাল অঙ্কের টাকা ঢেলেছিলেন সারদা কর্তা। সেই কেনাবেচার তদন্তে নেমে শিল্পীর আরও বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিস পেয়েছে ইডি। চ্যানেল কেনাবেচা সম্পর্কে জানতে ইতোমধ্যে শিল্পীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। কিন্তু বারবারই অভিযোগ উঠেছে, বহু তথ্য গোপন করছেন শুভাপ্রসন্ন। এরই মধ্যে ইডির নজরে আসে তৃণমূল ঘনিষ্ঠ এ চিত্রশিল্পীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মধ্যে একটি বেসরকারি ব্যাঙ্কের এবং অন্যটি রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে। দুটি অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে।