দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: অবশেষে রেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। রুপো চোরাকারবারী মামলায় পুলিশ পুরাতন বাজারের ইসলাম জুয়েলার্সের মালিক রেন্টুকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ। গ্রেফতারের পর থেকে রেন্টুকে করা পুলিশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, গত শনিবার বিকেলে দর্শনা পরানপুর-লোকনাথপুর সড়ক থেকে প্রাইভেটকারসহ সোয়া ৪ কেজি রুপো উদ্ধার করে দর্শনা আইসি পুলিশের একটি দল। ওই প্রাইভেটকারসহ রুপো ঘটনাস্থল থেকে থানা হেফাজতে নেন দামুড়হুদা থানার এসআই মহব্বত হোসেন। এসআই মহব্বতের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ঘটনাস্থলে রেন্টুকে রুপোসহ ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া ১০ কেজি রুপো থাকলেও থানা পর্যন্ত প্রাইভেটকার পৌছুনোর আগেই রুপো কমে সোয়া ৪ কেজিতে পরিণত হয়। বাকি রুপো কোথায় গেলো তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নির্দেশে শুরু হয় পুলিশি তদন্ত। অবশেষে ১০ কেজি রুপো ও রেন্টু ছেড়ে দেয়ার ব্যাপারে কি তথ্য মিলেছে পুলিশি তদন্তে তা জানা না গেলেও রেন্টু গ্রেফতার করা হয়েছে। ওসি কামরুজ্জামানের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা থানা পুলিশ দর্শনা পুরাতন বাজারের ইসলাম জুয়েলার্স থেকে রাজিউল ইসলাম রেন্টুকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, রেন্টুকে গ্রেফতারের পর থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বুধবার রুপো চোরাচালান মামলায় রেন্টুকে আদালতে সোপর্দ করা হতে পারে। ওসি কামরুজ্জামান আরো বলেছেন, রুপো চোরাচালান মামলা খতিয়ে দেখা হচ্ছে। নেপথ্যে কোনো তথ্য থাকলে তা উন্মোচন করা হবে এবং ঘটনার জড়িদের বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা।