আমঝুপি প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দাবি নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আমঝুপি ও আমদহ ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের পক্ষ থেকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া বরাবর একটি দাবিনামা পেশ করা হয়েছে। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মউক এ লবিঙের আয়োজন করে। আমঝুপি ও আমদহ ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরুণসহ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও সীমানা পাঁচিল নির্মাণের দাবি জানানো হয়। এ সময়ে ওয়াচ কমিটির পক্ষে আ. হান্নান মাস্টার, শহিদুল্লাহ, হাসিমদ্দিন, মোখলেছুর রহমান, ইউপি সদস্য কাবুল আলী, মেহেদী হাসানসহ ওয়াচ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
মেহেরপুর কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ইউএনও বরাবর দাবিনামা পেশ
