মেহেরপুর কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ইউএনও বরাবর দাবিনামা পেশ

আমঝুপি প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দাবি নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আমঝুপি ও আমদহ ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের পক্ষ থেকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া বরাবর একটি দাবিনামা পেশ করা হয়েছে। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মউক এ লবিঙের আয়োজন করে। আমঝুপি ও আমদহ ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরুণসহ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও সীমানা পাঁচিল নির্মাণের দাবি জানানো হয়। এ সময়ে ওয়াচ কমিটির পক্ষে আ. হান্নান মাস্টার, শহিদুল্লাহ, হাসিমদ্দিন, মোখলেছুর রহমান, ইউপি সদস্য কাবুল আলী, মেহেদী হাসানসহ ওয়াচ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a comment