মেহেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষ : আহত ৫

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গোভীপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- গোভিপুর গ্রামের কলিম উদ্দীন (৪৫), নাহিদ (২৪), রমজান (২৩), জাকির (১৯) ও বাজিতপুর গ্রামের বজর আলী (৩৫)। এদের মধ্যে বজর ও কলিম উদ্দীনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, গোভিপুর ভৈরব ক্লাব আয়োজিত ফুটবল লীগে গতকাল বিকেলে বুড়িপোতা একাদশ ও বাঁশবাড়িয়া ফুটবল ক্লাবের মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধে একটি ফাউলকে কেন্দ্র করে রেফারির সাথে বুড়িপোতা দলের খেলায়াড় শামীমের বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় রেফারি তাকে লাল গার্ড দেখালে বুড়িপোতা সমর্থকরা উত্তেজিত হয়ে মাঠে প্রবেশ করে রেফারির ওপর হামলা চালায়। পরে গোভীপুর ফুটবল কমিটির সাথে বুড়িপোতার সমর্থকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় খেলা শুরু হলে বাঁশবাড়িয়া ফুটবল ক্লাব ট্রাইবেকারে ৪-৩ গোলে বুড়িপোতা একাদশকে পরাজিত করে।