জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দালাল ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে প্রতারণার মাধ্যমে প্রাইভেট ক্লিনিকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়াকালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা এক দালালকে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে দালাল শরিফুল ইসলামকে (২৫) ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নুরুল হাফিজ দালালচক্রের হোতা শরিফুর ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু মাসের কারাদণ্ডাদেশের নির্দেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত শরিফুল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত শেখ ওমর আলীর ছেলে। উল্লেখ্য, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার কাজ হাতে নেয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্যকমপ্লেক্স ক্যাম্পাসকে দালাল মুক্ত করারও ঘোষণা দেয়া হয়। কিন্তু সে ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দালালচক্র প্রতিদিনই অনাধিকার প্রবেশ করে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নিতে থাকায় দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে।