জীবননগরের মা ক্লিনিক সিলগালা মালিকের জরিমানা

অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

জীবননগর ব্যুরো: অস্বাস্থ্যকর পরিবেশে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম পরিচালনাসহ ক্লিনিক মালিকের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগে ওই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ শহরের মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম সিলগালাসহ ক্লিনিক মালিক শামীম আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের নির্দেশ প্রদান করেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ রায় ঘোষণা করেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালত অপারেশনের অযোগ্য এ ক্লিনিকে এসে অপারেশন করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু চিকিৎসককে তিরস্কার করেন।

অভিযোগে জানা গেছে, মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের স্বত্বাধিকারী শামীম আহমেদের অবহেলায় উপজেলার মেদিনীপুর গ্রামের সুজন মিয়া-আনে খাতুন দম্পতির নবজাতক ছেলে গত সোমবার মারা যায়। গতকাল মঙ্গলবার নবজাতকের মৃত্যুর খবর পত্রিকায় প্রকাশিত হলে দুপুরে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ক্লিনিকটির পরিবেশ দেখে চরম হতাশ হন। অযোগ্য ওটিতে অপারেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশনকৃত রোগী রাখার অপরাধে ক্লিনিক মালিককে জেল-জরিমানা করেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লিনিকটি সিলগালা করে দেন।

অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জীবননগরের মা ক্লিনিক সিলগালা মালিকের জরিমানা

জীবননগর ব্যুরো: অস্বাস্থ্যকর পরিবেশে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম পরিচালনাসহ ক্লিনিক মালিকের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগে ওই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ শহরের মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম সিলগালাসহ ক্লিনিক মালিক শামীম আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের নির্দেশ প্রদান করেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ রায় ঘোষণা করেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালত অপারেশনের অযোগ্য এ ক্লিনিকে এসে অপারেশন করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু চিকিৎসককে তিরস্কার করেন।

অভিযোগে জানা গেছে, মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের স্বত্বাধিকারী শামীম আহমেদের অবহেলায় উপজেলার মেদিনীপুর গ্রামের সুজন মিয়া-আনে খাতুন দম্পতির নবজাতক ছেলে গত সোমবার মারা যায়। গতকাল মঙ্গলবার নবজাতকের মৃত্যুর খবর পত্রিকায় প্রকাশিত হলে দুপুরে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ক্লিনিকটির পরিবেশ দেখে চরম হতাশ হন। অযোগ্য ওটিতে অপারেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশনকৃত রোগী রাখার অপরাধে ক্লিনিক মালিককে জেল-জরিমানা করেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লিনিকটি সিলগালা করে দেন।