চুয়াডাঙ্গা পলাশপাড়ার পলাশ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার যুবলীগ নেতা বাহারুল হত্যামামলার আসামি পলাশপাড়ার পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল ৯টায় অটোবাইক চালানো অবস্থায় থানার সামনে থেকে এসআই বারেক তাকে গ্রেফতার করেন। তবে পলাশ বলেছেন তিনি আদালত থেকে জামিনে আছেন।

জানা গেছে, পুলিশ জানায় চুয়াডাঙ্গা পলাশপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে পলাশ (৩৫) যুবলীগ নেতা বাহারুল হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি। পলাশ শহরে অটোবাইক চালান। গতকাল সকাল ৯টার দিকে সদর থানার সামনে থেকে পলাশকে গ্রেফতার করা হয়। পলাশের মা হুসনে আরা বেগম অভিযোগ করেছেন, পলাশকে ছেড়ে দেয়ার জন্য এসআই বারেক পাঁচ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তবু পলাশকে ছাড়েননি।

 

Leave a comment