স্টাফ রিপোর্টার: পৃথক দুটি দুর্ঘটনায় দু শিশু গুরুতর আহত হয়েছে। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার সাতগাড়ি ও জীবননগরে দুর্ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার সাতগাড়ির আইন উদ্দিনের ছেলে প্রথম শ্রেণির আল আমিন (৯) সাতগাড়ি-কুলচারা সড়কে আলমসাধু থেকে ছিটকে পড়ে যায়। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আল আমিনের মাথা ও হাতে আঘাত লেগেছে।
গত সোমবার দুপুরে মায়ের সাথে জীবননগর হাসপাতালে আসে ঝিনাইদহের নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম (৩)। জীবননগর শহরে রাস্তা পার হওয়ার সময় পাউয়ারটিলারের ধাক্কায় সে গুরুতর আহত হয়। আহত দু শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।