কোটচাঁদপুর-জীবননগর সড়কের বারোমাসা পুলিশ চেকপোস্টের কাছে ছিনতাই

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর-জীবননগর সড়কের বারোমাসা পুলিশ পোস্টের কাছে গত সোমবার সন্ধ্যায় ছিনতাই সংঘটিত হয়েছে। মহেশপুর কৃষি ব্যাংকের অফিসার আব্দুল মমিন একটি মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর আসছিলেন। বারোমাসা ব্রিজের কাছে এলে ছিনতাইকারীরা তার সাথে থাকা সরকারি চালানসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনার সময় ঘটনাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থিত চেকপোস্টে কোনো পুলিশ ছিলো না। আহত আব্দুল মমিনকে চিকিৎসার জন্য কোটচাঁদপুর হাসপাতালে আনা হয়। গতকাল মঙ্গলবার সকালে ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি এলাঙ্গী গ্রাম থেকে এলাকাবাসী উদ্ধার করে।