সকালে বিদ্যুতের আলো সন্ধ্যায় নিভে গেলো

 

মাথাভাঙ্গা মনিটর: সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধিতে বহুমাত্রিক যোগাযোগের তিন চুক্তি অনিশ্চয়তায় পড়লেও এর মধ্যে আলোর মুখ দেখার সম্ভাবনা ছিলো জ্বালানি (বিদ্যুত) বিনিময় সংক্রান্ত চুক্তির। তবে গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব শহীদুল হক এ চুক্তি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, আপাতত এ চুক্তি হচ্ছে না তারপরও আমরা আশাবাদী বিষয়টি কাউন্সিল মিনিস্টারদের সভায় পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন পেলে চুক্তিটি হতেও পারে। গতকাল সোমবার ২য় দিনে শুরু হওয়া সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পাকিস্তান কিছু শর্ত শিথিল করার ঘোষণা দিলে এ সম্ভাবনা দেখা দেয়।