জীবননগর লেডিসক্লাবের শীতবস্ত্র বিতরণ

 

জীবননগর ব্যুরো: গতকাল সোমবার জীবননগর লেডিসক্লাবের উদ্যোগে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লেডিসক্লাবের সভানেত্রী ইউএনও পত্নী তাসলিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্ধশতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে লেডিসক্লাবের লেডিসক্লাবের সদস্য জান্নাতুল মাওয়া, কেএস লায়লা ও সেলিনা বেগমসহ ক্লাবের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। লেডিসক্লাবের সভানেত্রী তাসলিমা খাতুন এ সময় সামর্থবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, শীতকালে আমরা যারা হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়াই; তারা বড্ড দেরি করে ফেলি। শীতের শেষে এসে যখন শীতবস্ত্র বিতরণ করা হয় তখন এ বস্ত্র তাদের কাজে লাগে না। হতদরিদ্র মানুষের যাতে শীতবস্ত্র সময়মতো কাজে লাগে তার জন্য তিনি শীতের শুরুতেই দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার আহ্বান জানান।