আলমডাঙ্গার জামজামিতে শিক্ষকের কাছে চরমপন্থি পরিচয়ে চাঁদা দাবি

চাঁদা না দিলে শিশুসন্তান অপহরণে হুমকি

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জামেনা খাতুনের কাছে মোবাইলফোনে চাঁদা দাবি করা হয়েছে। পূর্ববাংলার কমিউনিস্টপাটির প্রধান আকাশ পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে ব্যর্থ হলে তার শিশুসন্তান নাঈমকে অপহরণের হুমকি দিয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই শিক্ষক।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের পুরাতন পাঁচলিয়া গ্রামের প্রাথমিক শিক্ষক ফারজুল ইসলাম ফরজের স্ত্রী জামেনা খাতুন জামজামি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষক। বেশ কিছুদিন ধরে মোবাইলফোন থেকে (০১৭৪১৮৬৪৪৪৫) নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান আকাশ পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদাদাবি করে আসছে। চাঁদাবাজরা বলছে, তাদের হাতে খুব একটা সময় নেই তাই দ্রুত চাঁদার এ টাকা দিতে হবে! দাবিকৃত চাঁদার টাকা দিতে ব্যর্থ হলে তাদের শিশুসন্তান নাঈমকে (১০) অপহরণ করা হবে হুমকি দেয় চাঁদাবাজরা। পরিবারের সবাইকে হত্যা করারও হুমকি দেয়। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষক আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছেন।