ব্যক্তি বিরোধের জেরে অধ্যাপক শাফিউল খুন

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক একেএম শফিউল ইসলাম হত্যার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী যুবদল নেতা মানিকসহ ছয়জনকে আটক করেছে ৱ্যাব। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রোববার সকালে ৱ্যাব সদর দফতরের মিডিয়া উইঙের সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য জানান। আটককৃতরা হলেন- রাজশাহী কাটাখালী পৌরসভার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক, যুবদল সদস্য পিন্টু, টোকাই বাবু, মামুন, কালু ও সবুজ। ৱ্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানান, শনিবার রাতভর অভিযান চালিয়ে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন স্থান থেকে এই ছয়জনকে আটক করা হয়।
ৱ্যাব জানায়, আটক আরিফুল ইসলাম ওরফে মানিকের পরিকল্পনা ও নেতৃত্বেই অধ্যাপক শফিউলকে হত্যার ঘটনাটি ঘটে। মানিক রাজশাহীর কাটাবন পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ পিন্টুর স্ত্রীর সাথে অশোভন আচরণের কারণেই খুন করা হয় অধ্যাপক শাফিউলকে। পিন্টুর স্ত্রী নাসরিনও রাবিতে চাকরি করেন। স্ত্রীর সাথে অশোভন আচরণ করায় পিন্টু শাফিউলকে শাসান। এরপর তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন। আটক অন্যদের মধ্যে টোকাই বাবু, মামুন, কালু ও সবুজ অধ্যাপক শফিউলকে কুপিয়ে আহত করে।