টিপ্পনী

 

খবর:(কালীগঞ্জের ইয়ানুর ফেনসিডিলসহ আটক)

 

ফেনসিডিলের ব্যবসা ভালো

টাকায় টাকা লাভ হয়,

মাঝে মাঝে নামী-দামি

লোকের সাথে ভাব হয়।

 

ফেনসিডিলের ব্যবসা করে

দালান কোঠা খাট হয়,

এই সমাজে মূল্য বাড়ে

নবাব নবাব ডাঁট হয়।

 

ফেনসিডিলের ব্যবসা করে

থানা পুলিশ মাপ হয়,

দূরের মানুষ কাছে আসে

ওরা সবার বাপ হয়।

 

Ñআহাদ আলী মোল্লা

Leave a comment