মিরপুরের গোপিনাথপুরে জাসদের জনসভা : পল্লী বিদ্যুত সংযোগ উদ্বোধনকালে তথ্যমন্ত্রী ইনু
শরিফুল ইসলাম/মিলন আলী: বর্তমান সরকার জঙ্গিবাদ দমন করেছে আর বেগম খালেদা জিয়া বিদ্যুত উৎপাদন না করে জঙ্গিবাদ সৃষ্টি করেছে। বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে চেয়েছে। তিনি ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে ট্রেন ফেল করেছেন বলে মন্তব্য করেছেন এবং পাকিস্তানের ট্রেনে চড়ে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, ৪ দলীয় জোট নেত্রীর পুত্র তারেক রহমান হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতির পাহাড় তৈরি করেছে। দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের মহাজোটে কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী মহাজোট নেত্রী শেখ হাসিনার কাছে কোনো সন্ত্রাসীর স্থান নেই।
গতকাল কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপিনাথপুরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে জনসভায় তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু উপরোক্ত বক্তব্য রাখেন। মালিহাদ ইউপি চেয়ারম্যান জাসদ নেতা বদরুজ্জামান বদুর সভাপতিত্বে ওই জনসভায় তথ্যমন্ত্রী ছিলেন প্রধান অতিথি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদ্যুত সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। যার বাস্তব প্রমাণ আজকে ৫৭ লাখ টাকা ব্যয় করে ৪ কি.মি. পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন। মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির মাধ্যমে ৩শ পরিবারকে নতুন সংযোগ প্রদান করা হচ্ছে। মালিহাদ ইউপির যে রাস্তাগুলো পাকাকরণ বাকি আছে, তা অতিদ্রুত পাকাকরণের আশ্বাস দেন মন্ত্রী ইনু। এছাড়া দুটি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত হতদরিদ্র মানুষকে নতুন বিদ্যুত সংযোগ দিয়ে দরিদ্র ছাত্রছাত্রীদের লেখাপড়ার উন্নতির জন্য নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন।
বিশেষ অতিথি ছিলেন নারীজোট নেত্রী মন্ত্রীর সহধর্মিণী আফরোজ হক রীনা, কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মখলেছুর গনি, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আলী হুসাইন, কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাবেক মিরপুর মাহমুদা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, কুষ্টিয়া পুলিশ সুপার সোহেল রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ, মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল আহম্মেদ, চুয়াডাঙ্গা জেলা জাসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলী, আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, জাসদ নেতা শফিউল আলম, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক হাসান আলী। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন- আমবাড়িয়া ইউপি জাসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন আহমেদ শিলু, বারইপাড়া ইউপি জাসদ নেতা সাইদার রহমান, জাতীয় যুবজোটের নেতা আশরাফ পারভেজ, জাসদ নেতা হারুন অর রশিদ, কুর্শা ইউপি জাসদের সাধারণ সম্পাদক জামিরুল মেম্বার, মুক্তিযোদ্ধা আক্কাস আলী, সিরাজুল ইসলাম, ইদ্রিস মাহমুদ, হামিদুল ইসলাম, আকুব্বর আলী, আকালী মেম্বার, হাসিবুল ইসলাম প্রমুখ।