মেক্সিকোতে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ হচ্ছে

 

মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকোর পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি শহরে এ ছাই ছড়িয়ে পড়ছে। গত শুক্রবার থেকে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ শুরু হয়, শনিবারও তা অব্যাহত ছিলো। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সমন্বয়কারী লুই ফিলিপ পুয়েন্টি বলেন, মেক্সিকোর কোলিমা রাজ্যের আগ্নেয়গিরির প্রায় পাঁচ কিলোমিটার ওপরে এ ছাই মেঘ সৃষ্টি হয়েছে। তবে এতে জনগণের জন্য কোনো হুমকি হয়নি। পুয়েন্টি বলেন, ছাই মেঘ ২৫ কিলোমিটার দূরে ছড়িয়ে পড়েছে। কোলিমার একটি শহর ও পার্শ্ববর্তী জলিস্কো রাজ্যের অপর দুটি শহরে হালকা ছাই পড়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন, আমরা লোকজনকে নাক ও মুখ ঢেকে চলাফেরার এবং এসব ছাই ড্রেনে ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি।