প্রেমের ফাঁদে ফেলে ছত্রপাড়ার অনার্স পড়ুয়া মেয়েকে হোটেল ও বাড়িতে নিয়ে ফূর্তি শেষে প্রেমিক পলাতক

রাজবাড় থেকে উদ্ধার প্রতারিত প্রেমিকা

 

আলমডাঙ্গা ব্যুরো: প্রেমের ফাঁদে ফেলে আলমডাঙ্গার ছত্রপাড়ার অনার্স পড়ুয়া মেয়েকে হোটেলে নিয়ে কয়েক দিন ফূর্তি শেষে রাজবাড়ীস্থ নিজ বাড়িতে রেখে সটকে পড়েছে প্রেমিক জুলহাস। গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ রাজবাড়ী থেকে প্রেমিকাকে উদ্ধার করে নিয়ে আসে।

জানা গেছে, কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স পড়ুয়া ছত্রপাড়া গ্রামের এক মেয়ের সাথে রাজবাড়ী জেলার হরিহরপুর গ্রামের নিজাম উদ্দীন শেখের ছেলে জুলহাস শেখ মোবাইলফোনে প্রেমসম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে প্রেমিক জুলহাস ষড়যন্ত্রের ফাঁদ পাতে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩ নভেম্বর প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুষ্টিয়ার নিউ সানমুন আবাসিক হোটেলে কয়েক রাতযাপন করে। পরে নিজ গ্রাম রাজবাড়ী জেলার হরিহরপুরে নিয়ে যায়। সেখানে বিয়ে না করেই বেশ কিছুদিন বসবাসের পর প্রেমিকাকে ফেলে রেখে প্রতারক প্রেমিক জুলহাস পালিয়ে যায়। বিষয়টি প্রতারিত মেয়ের বাপ-মা জানতে পারলে আলমডাঙ্গা থানায় ১টি অপহরণ মামলা দায়ের করেন। সে মামলাসূত্রে এসআই আনিস গতকাল রাজবাড়ির হরিহরপুর গ্রাম থেকে প্রতারিত প্রেমিকাকে উদ্ধার করে।

Leave a comment