দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে এমপি টগর

আসুন সকলে মিলে মাদক মুক্ত দেশ গড়ি

 

দামুড়হুদা প্রতিনিধি/অফিস: দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদায় উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চিৎলা-গোবিন্দহুদা গ্রামবাসীর আয়োজনে গোবিন্দহুদা ফুটবলমাঠে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে খেলাধুলার জন্য সুযোগ তৈরি করে দিতে হবে। বর্তমান সরকার খেলাধুলাকে এগিয়ে নিতে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে চলেছে। তাই আসুন সকলে মিলে ক্রীড়াকে হ্যাঁ বলি এবং খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়ি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক কর্নেল এসএম মনিরুজ্জামান, জীবননগর উপজেলা চেযারম্যান আবু মো. আব্দুর লতিফ অমল, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক আ. মমিন মাস্টার, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, মোখলেছুর রহমান, ইয়াছনবী, আক্তার হোসেন, ফরজ আলী, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, অ্যাড.আবু তালেব, এসএম মহসিন, জেলা যুবলীগ সদস্য মিলন, রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, সাংগঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহমিন আলী। উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব ও জীবননগর উপজেলা ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়লাভ করে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন শুভ সকালের সুমন। রেফারি ছিলেন ওয়াসিম আকরাম, আমানুল হক ও মমিনুল হক। ধারাভাষ্য দেন খোরশেদ রায়হান, শামিম খাঁন ও প্রভাষক আবুল হাশেম।

Leave a comment