জীবননগর ব্যুরো: জীবননগরে গত শুক্রবার রাতে এক সাংবাদিকের বাড়িসহ দুটি বাড়িতে চোরচক্র হানা দিয়েছে। রাত ২টার দিকে উপজেলা শহরের পোস্টঅফিসপাড়া ও বসুতিপাড়ায় চোরচক্র হানা দিয়ে একটি ল্যাপটপ, নগদ টাকা ও সোনার গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে। পোস্টঅফিসপাড়ায় বসবাসরত বাংলাদেশ কেরু অ্যান্ড কোম্পানির অবসরপ্রাপ্ত ডিজিএম মো. মিজানুর রহমানের ছেলে সাংবাদিক সাব্বির আহমেদ প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে চোরচক্র তার বড়ির বারান্দার গ্রিল কেটে ও গেটের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় গ্রিল ও তালা ভাঙার শব্দে ঘুম ভেঙে যাওয়ায় বাড়ির লোকজনদের উপস্থিতি টের পেয়ে চোরচক্র পালিয়ে যায়।
অপরদিকে উপজেলা শহরের বসুতিপাড়ায় অবস্থিত মফিজুর রহমানের স্ত্রী জীবননগর পাইলট হাইস্কুলের কম্পিউটার শিক্ষক আলিমা খাতুনের বাড়ির জানালার গ্রিল কেটে ও ঘরের দরজার তালা ভেঙে চোরচক্র সরকারি বরাদ্দের একটি দোয়েল ল্যাপটপ, সাত লাখ টাকা মূল্যের ১২ ভরি সোনার গয়নাগাটি ও নগদ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে জীবননগর থানার এসআই আবুল হাসেম সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি ঘটনাস্থল পরিদর্শন করেন।