চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নির্বাচন সম্পন্ন

আনোয়ার মালিক আমি রুহুল আমিন সেক্রেটারি

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার ২০১৫-১৬ সেশনের জন্য আনোয়ারুল হক মালিক আমির এবং মো. রুহুল আমিন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের সরাসরি ভোটে আনোয়ারুল হক মালিক আগেই আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছিলেন। গতকাল জামায়াতের জেলা শূরা সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে জেলা আমির বর্তমান সহকারী জেলা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা রুহুল আমিনকে সেক্রেটারি মনোনয়ন দেন। নবনির্বাচিত আমির ও সেক্রেটারি তাদের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন। উল্লেখ্য, আনোয়ারুল হক মালিক ১৯৯০ সাল থেকে জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছেন। -বিজ্ঞপ্তি।

Leave a comment