চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : মিলন ও সুমি ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অভিযানে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মিলন ও সুমি ফার্মেসিকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে অভিযান চলাকালীন সময় বাজারের অধিকাংশ দোকান বন্ধ থাকতে দেখা যায়। সদর উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান গতকাল শনিবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বাজারে। এ সময় বাজারের মিলন ফার্মেসি ও সুমি ফার্মেসিতে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ, ফ্রিজে রাখা ওষুধে ছত্রাক লেগে থাকার কারণে দশ দশ বিশ হাজার টাকা জরিমানা করেন। ফার্মেসিতে ফ্রিজে রাখা ওষুধের গায়ে ছত্রাক ধরে পচে দুর্গন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছু ওষুধ জব্দ করে নষ্ট করে ফেলেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ওষুধ হচ্ছে মানুষের প্রাণ রক্ষাকারী বস্তু। মফস্বল এলাকার ফার্মেসিতে ওষুধ কিনতে আসে অতিদরিদ্র ও কম শিক্ষিত মানুষ। ওষুধ সম্পর্কে তাদের খুব একটা ধারণা থাকে না। আর এসব মানুষের সাথে প্রতারণা করা, তাদের জীবন নিয়ে খেলা এটা হতে দেয়া যাবে না। মানুষের জীবন নিয়ে যারা খেলবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান বিশেষ করে সদর উপজেলার ফার্মেসিগুলোতে অব্যাহত থাকবে।

Leave a comment