স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার কিন্ডারগার্ডেন পর্যায়ে এই প্রথমবারের মতো কোডিং পদ্ধতিতে প্রদীপন বিদ্যাপীঠে সমাপনী পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে প্রদীপন বিদ্যাপীঠে কেজি ওয়ান এবং কেজি টু’র শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়। কেজি ওয়ান এবং কেজি টু’র ৩৯৮ জন এ পরীক্ষার্থী এ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত কোডিং পদ্ধতিতে অনুষ্ঠিত প্রথমপর্বের পরীক্ষা গ্রহণ শেষ হওয়ার পর ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে স্টান্ডার্ড ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষার মানোন্নয়ন ও সঠিক মেধা যাচাইয়ের লক্ষ্যে প্রদীপন বিদ্যাপীঠের বর্তমান পরিচালনা পর্ষদ এই কোডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে, যা প্রদীপন বিদ্যাপীঠের সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, বিদ্যাপীঠের সহসভাপতি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দায় টোটনসহ বিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুর রহমান নতুন কমিটির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।