সম্প্রতির বাঁধনে আবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে

দামুড়হুদা উপজেলা হিন্দুবৌদ্ধখ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা

 

দর্শনা অফিস: ধর্ম যার যার, রাষ্ট্র সবার এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে দামুড়হুদা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা অডিটরিয়াম কামকমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ ধর্ম নিরপক্ষ দেশ। এ দেশের সব মানুষের রয়েছে সমান অধিকার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজ, জাতি তথা দেশের কল্যাণে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ধর্মীয় মূল্যবোধের আলোকে সাম্প্রদায়িকতাকে রুখে দিয়ে অসম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিতে হবে শপথ। সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কিশোর কুমার আগরওয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায়, সহসম্পাদক কিশোর কুমার কুণ্ডু, সদর উপজেলা সভাপতি নরেশ ভৌমিক, সহসভাপতি অ্যাড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অরবিন্দ দেবনাথ মধু, ডা. দুলাল চন্দ্র দে। প্রভাষক মিল্টন কুমার সাহার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সুধীর কুমার শান্তানারা, জেসম নিমু মণ্ডল, আনন্দ ঘোষ, শৈলেন শান্তারা, আরতি হালসানা, সুইটি মণ্ডল, সাংবাদিক নারায়ন ভৌমিক, স্বরুপ কুমার দাস, গোবিন্দ হালদার, অনন্ত শান্তারা মঙ্গল, সমীর কুমার সরকার, মিতা দেবনাথ, স্মৃতি লোধ, চিত্ত রঞ্জন চিতু, নমিতা মালাকার প্রমুখ। পরে দামুড়হুদা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি মনোনীত করা হয় যথাক্রমে শ্রী মনোরঞ্জন দেবনাথ, প্রান্তোষ মণ্ডল ও শ্রী অজয় কুমার লোধ রতন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন উত্তম রঞ্জন দেবনাথ। কমিটির অন্য পদে রয়েছেন- কোষাধ্যক্ষ শ্রী খগেন্দ্রনাথ হালদার, যুগ্মসম্পাদক প্রভাত বিশ্বাস, দিলীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, নারায়ণ চন্দ্র, প্রশান্ত কর্মকার, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি মণ্ডল, আইন বিষষক সম্পাদক সমীর কুমার সরকার, প্রচার-প্রকাশনা সম্পাদক রতন কুমার শর্মা, গণসংযোগ সম্পাদক মিন্টু মণ্ডল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক বাবলু বিশ্বাস, সাংস্কৃতি সম্পাদক মিল্টন কুমার সাহা, দপ্তর সম্পাদক আরতি হালসনা, ধর্মবিষয়ক সম্পাদক বিকাশ কুমার দাসসহ ৫১ সদস্য বিশিষ্ট উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন শ্রী নিত্যানন্দ চক্রবর্তী ও বাইবেল পাঠ করেন রাজ কুমার মণ্ডল।