বাসচালককে মারধরের ঘটনায় ৩ দিন ধরে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

 

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার বয়স্ক বাসচালককে মারধরের ঘটনায় গত ৩ দিন ধরে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ। চরম বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার শ শ শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ী। গত ৩ দিন পূর্বে চুয়াডাঙ্গার বাস ড্রাইভার নজির উদ্দীনকে কুষ্টিয়া কবুরহাট বাসস্টপেজে কথা কাটাকাটির একপর্যায়ে মারধর করে। ওই ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার বাস ড্রাইভাররা চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে বিপাকে পড়েছেন যাত্রীসাধারণ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসাসহ নানা দরকারে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গার মানুষ কুষ্টিয়ার ওপর নির্ভরশীল।

Leave a comment