বাংলাদেশি হত্যায় দু মালয়েশীয় কর্মকর্তার বিচার শুরু

মাথাভাঙ্গা মনিটর: এক বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে মালয়েশিয়ার দু অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন সেখানকার একটি আদালত। ২৯ অক্টোবর কমপ্লেক্স কেডিএন’র অভিবাসন ভবনের ২য় তলায় প্যান্ট্রিতে (রান্না সরঞ্জাম রাখার কক্ষ) আবু বকর সিদ্দিক (৪৫) নামের এক বাংলাদেশিকে হত্যা করে দু মালয়েশীয় কর্মকর্তা আমিনুদিন মোহাম্মদ ইয়াসিন এবং জুহাইরুল ইফেন্দি জুয়ালকাফলি। সিদ্দিককে আটক অবস্থায় হত্যার অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ৩৪ ও ৩০২ ধারার অধীনে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।