বর্ধমানে বোমা বিস্ফোরণ : গ্রেফতার সাজিদের স্ত্রী ঢাকায় আটক

স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি নেতা সাজিদের স্ত্রীকে ঢাকা থেকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কেরানীগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাজিদের দু বছরের শিশুসহ স্ত্রী ফাতেমা বেগমকে (২৫) আটক করে। তবে ঢাকা মাহনগর গোয়েন্দা পুলিশের কোনো শীর্ষ কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেনি। ডিবির একজন পদস্থ কর্মকর্তা জানান, গত অক্টোবর বর্ধমানে বোমা বিস্ফোরণের পর ৮ নভেম্বর পশ্চিমবঙ্গের পুলিশ সাজিদকে গ্রেফতার করে। এর পরপরই সাজিদের স্ত্রী-সন্তানসহ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে ঢাকার কেরানিগঞ্জের এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে। কয়েক দিন আগে নারায়ণগঞ্জের ফরাজীকান্দা গ্রাম থেকে সাজিদের ভাই মনাকে ৱ্যাব গ্রেফতার করে।