ঝিনাইদহ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার সকালে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পাঁয়রা চত্বরে সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান রকি, আশরাফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আলম মামুন, ফাহিম মুনতাছির চন্দন, ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন, পরেশ বিশ্বাস, তুষার পারভে ও সনজিত বিশ্বাস।
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
