দামুড়হুদার কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাবের আত্মপ্রকাশ

 

মুস্তাফিজুর রহমান কচি/শরিফ রতন: দামুড়হুদার কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাবের আত্মপ্রকাশ করেছে। গতকাল শুক্রবার কাস্টমস মোড়ে দুপুরে প্রীতিভোজের মাধ্যমে এ ক্লাবটি আত্মপ্রকাশ করে।

কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাব ওই টুর্নামেন্টে সুপার স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়। এ যুবকদের সিদ্ধান্ত মোতাবেক স্থায়ীভাবে সেবা ও উন্নয়নমূলক কাজ করার জন্য সুপার স্টার ক্লাবের আত্মপ্রকাশ করে । সর্বস্মতিক্রমে হাফিজুর রহমান সভাপতি ও সাজিদ হাসান ফরিদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাব গঠন করে।