মাথাভাঙ্গা মনিটর: স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো অসিরা। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া।
আগামী বিশ্বকাপ ফাইনালের ভেন্যু মেলবোর্নে টসজিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ওপরের সারির প্রথম তিন ব্যাটসম্যানের ছোট ছোট ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটে ৭৭ রান যোগ করে প্রোটিয়াসরা। দু ওপেনার কুইন্ট ডি কক ১৭, হাশিম আমলা ১৮ এবং তিন নম্বরে নামা ফাফ ডু-প্লেসিস ২৮ রান করেন। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে শুরু থেকেই বেশ সর্তক ছিলেন তারা। উইকেটে সেট হবার পর ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন ডি ভিলিয়ার্স ও মিলার। ফলে এ জুটি দলের স্কোর নিয়ে যান দুশতাধিক রানের খুবই কাছে। দলীয় ১৯৯ রানে মিলার আউট হলে ভাঙে ১২২ রানের জুটি। মিলারের ব্যাট থেকে আসে ৪৫ রান। দক্ষিণ আফ্রিকা : ২৬৭/৮, (ডি ভিলিয়ার্স ৯১, মিলার ৪৫, ফকনার ২/৪৫)। অস্ট্রেলিয়া : ২৬৮/৭, ৪৯ ওভার (স্মিথ ১০৪, ওয়েড ৫২, স্টেইন ২/৪৭)। ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।