খবর:(সরোজগঞ্জের হাতুড়ে ডাক্তার মাসুদের ওয়াশে সর্বনাশ)
হাতুড়েদের ভীষণ দাপট
চিকিৎসকের বাপ তারা,
কাছে গেলেই ফসফসানি
জেতো কুলিন সাপ তারা।
হাতে তুলে ইচ্ছে মতোন
নগদ কড়ি পায় তারা,
রোগীর বহর সঙ্গে নিয়ে
লুটেপুটে খায় তারা।
নামেই বড় ডাক্তার খুব
কিন্তু তাবত ফস তারা,
পামপট্টি মেরে মেরে
কুড়িয়ে বেড়ায় যশ তারা।
-আহাদ আলী মোল্লা