জীবননগর আন্দুলবাড়িয়ার প্রবীণ ব্যক্তি রসা শেখের লাশ দাফন সম্পন্ন

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাডিয়া বিদ্যাধরপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব শেখ সিরাজুল ইসলাম রসা শেখের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে বিদ্যাধরপুর জামে মসজিদে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানাজায় জেলা-উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল দৈনিক মাথাভাঙ্গাসহ স্থানীয় দৈনিকে তিনি মুক্তিযোদ্ধা হয়েও মৃত্যুর আগ মুহূর্ত পর্য়ন্ত স্বীকৃতি পেলেন না সংবাদ প্রকাশিত হলে জীবননগর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম সাত্তার, ডেপুটি কমান্ডার বদরুদ্দিন ও শেখ মজিবর রহমান ফন্টু দুঃখ প্রকাশ করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে মরহুমের মুক্তিযোদ্ধা স্বীকৃতিপত্র দেয়ার প্রতিশ্রুতি দেন।

Leave a comment