মাথাভাঙ্গা মনিটর: জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ২১৮ কিলোমিটার দূরে একটি স্টেডিয়ামে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন পূণ্যার্থী। গতকাল শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় খনির শহর কুবেকবের ওই স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা শাদরেক মুবাইবা বলেন, ধর্মীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর পূণ্যার্থীরা ফিরে যেতে শুরু করলে প্রবল ভিড়ের কারণে পদদলিত হয়ে চারজন ঘটনাস্থলেই মারা যান।