জাপানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী আবে

মাথাভাঙ্গা মনিটর: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগামী ১৪ ডিসেম্বর আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন। এ নির্বাচনের মধ্যদিয়ে অর্থনৈতিক সংস্কার কাজে নতুন করে জনগণের রায় নিতে চাইছেন তিনি। একই সাথে বিপুল সরকারি ঋণ সামাল দিতে বিক্রি কর বাড়ানোর অজনপ্রিয় পদক্ষেপটিও তিনি পিছিয়ে দিচ্ছেন। কিন্তু স্থানীয় গণমাধ্যমে পরিচালিত জনমত জরিপে তার পক্ষে জনসমর্থন কমই দেখা যাচ্ছে। মেয়াদ শেষের দু বছর আগেই আবে কেন নির্বাচন ডাকলেন তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। জাপান এখন ডিসেম্বরের মাঝামাঝিতে মধ্যবর্তী নির্বাচনের পথেই এগোচ্ছে। গতকাল শুক্রবার সকালে পার্লামেন্টের স্পিকার বুনমেই ইবুকি নিম্নকক্ষ ভেঙে দেয়ার ঘোষণা দেন। দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় ফিরেছিলেন আবে। কিন্তু এ সপ্তায় জাপানের অর্থনীতি আগের চেয়েও অপ্রত্যাশিতভাবে নিম্নগামী হয়ে যাওয়ার আবের অর্থনৈতিক কৌশল নিয়ে সংশয় সৃষ্টি হয়। এ পরিস্থিতিতেই নতুন করে জনগণের রায় নিতে নির্বাচনের পথে যান আবে।