গাংনীর রাইপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মড়কা বাজারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিরলদের ভোটের মাধ্যমে জাহাঙ্গীর আলম সভাপতি ও রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও রাইপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ইছারদ্দীন। প্রধান বক্তা ছিলেন গাংনী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। আরো বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, আনোয়ার হোসেন পাশা, আল ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি গোলাম সাকলাইন ছেপু, জসিউর রহমান বকুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হিলন, রাইপুর ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, আহসান হাবীব, জেলা ছাত্রলীগ সহসভাপতি ফয়সাল আহম্মেদ সাগর, যুবলীগ নেতা নুরুল ইসলাম, শামীম আহম্মেদ ও মানিক হোসেন। আলোচনা শেষে রাইপুর ইউনিয়ন যুবলীগের বিভিন্ন গ্রাম কমিটির কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেন।