হুমকির মুখে স্ত্রী ও শিশুসন্তানসহ গ্রামছাড়া ক্ষতিগ্রস্ত তাহাব

দামুড়হুদার ডুগডুগিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের : বাড়িঘর ভাচুরসহ লুটপাট

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ডুগডুগি গ্রামে শরিকানা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একপক্ষের বাড়িঘর ভাঙচুরসহ পোল্ট্রি খামারে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা করায় হুমকির মুখে ভয়ে বাড়ি ফিরতে পারছেন না হামলার শিকার ক্ষতিগ্রস্ত তাহাব আলী। আহত স্ত্রী ও দু শিশুসন্তান নিয়ে বর্তমানে দামুড়হুদায় অবস্থান করছেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তাহাব আলী বাদী হয়ে ৮ জনের নামে মামলা করেছেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে পোল্ট্রিখামার মালিক তাহাব আলীর সাথে আপন ভাগ্নে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে হিরোর শরিকানা জমিজমা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত রোববার রাত ১১টার দিকে ভাগ্নে হিরো তার দলবল নিয়ে বসতবাড়িতে ঢুকে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। এ সময় তাহাবের স্ত্রী শাহিনা ও বৃদ্ধ শাশুড়ি বাঁধা দিতে এলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। তারা তাহাবকে বাড়ি না পেয়ে হামলা চালায় পোল্ট্রি খামারে। পোল্ট্রি খামারটিও ভাঙচুর করা হয় এবং খামারে থাকা প্রায় লক্ষাধিক টাকার মুরগির খাবার ও ওষুধপত্র লুটপাট করে তছনছ করা হয়। প্রতিবেশীরা আহত শাহিনাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনার তাহাব বাদী হয়ে ভাগ্নে হিরো, তার পিতা মতিয়ার, একই গ্রামের রশিদের ছেলে শাহিন, মৃত নজর আলীর ৪ ছেলে রাজু, শহিদুল, পটু, মান্নান ও ফকিরের নামে থানায় মামলা দায়ের করেন। তাদের হুমকির মুখে ক্ষতিগ্রস্ত তাহাব আলী তার দু শিশু সন্তান অন্তর (১০) ও ইমরাকে (৫) নিয়ে দামুড়হুদায় অবস্থান করছেন।

এ বিষয়ে তাহাব আলী বলেন, মামলা করার পর থেকে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে এবং আমাকে মারার জন্য কয়েক দফা বাড়িতে খুঁজতেও যায়। তিনি আরো বলেন, আমার পোল্ট্রি খামারে ৩০ দিন বয়সী এক হাজার ২০টি ব্রয়লার মুরগি রয়েছে। আমি বাড়ি যেতে না পারলে খামারে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। লোকসান হয়ে যাবে কয়েক লাখ টাকা। পুলিশকে জানিয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি পুলিশ সুপারকে এবং সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানার ওসিকে জানিয়েছি তারপরও ভয়ে বাড়ি ফিরতে সাহস পাচ্ছি না।