সরোজগঞ্জ যাদবপুরের আব্দুল মান্নান মুন্সির ইন্তেকাল

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আতাউর রহমান মুন্সির পিতা আব্দুল মান্নান মুন্সি আর নেই। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ যাদবপুর মাস্টারপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে সরোজগঞ্জ বাজার ঈদগা ময়দানে জানাজা শেষে তার নিজ গ্রাম যাদবপুর গোরস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও দু মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।