মেহেরপুর প্রথম বিভাগ ফুটবলে খোকসা যুব সংঘ জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় মেহেরপুরে অনুষ্ঠিত শেখ কামাল-নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লিগের খেলায় সদর উপজেলার খোকসা যুব সংঘ জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় সদর উপজেলার খোকসা যুব সংঘ ৩-০ গোলে মেহেরপুর যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের মিঠুন, জোনাক ও সামাদুল একটি করে গোল করে।