আন্দুলবাড়িয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া জীবননগর আন্দুলবাড়িয়া গ্রামের যুবক মাজেদুল ইসলামের লাশ দেশে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বিমানযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বেলা ৩টার দিকে তার স্বজনরা বিমানবন্দর কর্তৃপক্ষের নিকট থেকে লাশ গ্রহণ করে আন্দুলবাড়িয়ার উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তার লাশ বাড়িতে এসে পৌঁছুলে পিতা-মাতা, স্ত্রী-পুত্র ও স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। রাত ১১টায় আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে তার লাশ রওজা গোরস্তানে দাফন করা হয়। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় মাজেদুল ইসলাম তার কর্মস্থলে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।