ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতার ৬ মাসের জেল : দুজনের জরিমানা

দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান : গাঁজা মদ ও ডিনেচার স্পিরিট উদ্ধার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক তিন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা, ২০ লিটার বাংলা মদ ও ২৫ লিটার ডিনেচার স্পিরিট জব্দ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দর্শনা হঠাতপাড়ায়, চিৎলা দাসপাড়ায় ও কার্পাসডাঙ্গা বাজারে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন মূখার্জীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজা বিক্রেতা চিৎলার আমির ফকির ও কার্পাসডাঙ্গা বাজারের দু ডিনেচার স্পিরিট বিক্রেতা আরিফুল ও সেরেজানকে আটক করতে পারলেও পালিয়ে যায় মদ বিক্রেতা দর্শনা হঠাতপাড়ার আ. রহিম পচা। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতাকে ৬ মাসের জেল ও ডিনেচার স্পিরিট বিক্রেতা দুজনের কাছ থেকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন মূখার্জী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার চিৎলা দাসপাড়ার মৃত আলী আকবারের ছেলে আমির ফকিরের (৬০) বাড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় তার বসতঘরের মধ্যে চৌকির নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ আমির ফকিরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে নেয়া হয়। দুপুরে অভিযান চালানো হয় দর্শনা হঠাতপাড়ার মৃত আ. রহমানের ছেলে আ. রহিম পচার বাড়িতে। এ সময় তার বাড়ি থেকে ২০ লিটার বাংলা মদ উদ্ধার করা হলেও আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মদ বিক্রেতা পচা। এরপর বিকেল তিনটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী আরিফুলের দোকান থেকে ২৫ লিটার ও সেরেজানের দোকান থেকে ৫ লিটার ডিনেচার স্পিরিট উদ্ধার করা হয়। অবৈধভাবে স্পিরিট বিক্রির অপরাধে স্পিরিটসহ ওই দুজনকেও নেয়া হয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে। তিনি ওই গাঁজা ও স্পিরিট বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাঁজা বিক্রেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং স্পিরিট বিক্রেতা দুজনের ২ হাজার টাকা করে জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।