ভিন্ন বর্ণে বিয়ে করায় মেয়েকে খুন

 

মাথাভাঙ্গা মনিটর: ভিন্ন বর্ণের একটি ছেলেকে বিয়ে করার অপরাধে নিজের মেয়েকেই খুন করার অভিযোগ উঠেছে মা-বাবার বিরুদ্ধে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ ঘটনা ঘটেছে। মেয়েটির বাবা-মাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এরকম ঘটনা ভারতে মাঝে মাঝেই ঘটে। জাত-পাত নিয়ে বাড়াবাড়ির কারণেই অনেকেই পিতা মাতা হয়েও খুনি হয়ে ওঠে। মেয়েটির নাম ভাবনা যাদব। ২১ বছরের এ তরুণী দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন ভেঙ্কটেশ্বর কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। গত শনিবার রাতে বাবা জগমোহন যাদব ও মা সাবিত্রী পশ্চিম দিল্লির কারোলাতে নিজের বাড়িতেই ভাবনাকে হত্যা করেন। জগমোহন যাদব একজন প্রপার্টি ডিলার। তিনি স্থানীয় কংগ্রেসের একজন সদস্য। দক্ষিণ-পশ্চিম দিল্লীর পুলিশের ডেপুটি কমিশনার সুমন গোয়েল বলেন, বাবা-মা মেয়েটির মৃতদেহ রাজস্থানের আলওয়ারে তাদের পূর্ব পুরুষের ভিটেতে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। আমরা মেয়েটির বাবা-মাকে গ্রেফতার করেছি। ঘটনাটির তদন্ত চলছে। ২০১২ সালে এক বন্ধুর মাধ্যমে সরকারি কর্মচারী অভিষেক শেঠের (২৪) সাথে পরিচয় হয় ভাবনার। প্রাথমিকভাবে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। অভিষেক ক্যাবিনেট সেক্রেটারিয়েটের একজন সহকারী প্রোগ্রামার। ভাবনা রাজস্থানের যাদব সম্প্রদায়ের। অভিষেক পাঞ্জাবি। বাড়ি থেকে মেনে নেবে না জেনেও বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।