দর্শনা মোহাম্মদপুরে পরকীয়া প্রেমের টানে পরস্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস
দর্শনা অফিস: পরকীয়া প্রেমসম্পর্কে পরস্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেছে দর্শনা মোহাম্মদপুরের রবিউল ওরফে রবি। ৪/৫ মাস স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে অবশেষে পরস্ত্রী ফতেকে ফেলে গা-ঢাকা দিয়েছে রবিউল। রবিউলের নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ফতে।
অভিযোগে জানা গেছে, দর্শনা পৌর শহরের মোহাম্মদপুরের আনোয়ার হোসেন ও চায়নার ছেলে রবিউল ইসলাম ওরফে রবি একই মহল্লার শাহীনেরা স্ত্রী দু সন্তানের জননী ফতেমা খাতুন ফতের সাথে পরকীয়া প্রেমসম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের কারণে গত ৪/৫ মাসে ফতেকে বিয়ের কথা বলে ঢাকায় নিয়ে যায় রবিউল। অভিযোগ উঠেছে, ঢাকার নবীনগর কাঠগড়া বাজার এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো। রবিউলকে বিয়ের কথা বললে, নির্যাতনের শিকার হতে হয় ফতেকে। ১০/১২ দিন আগে ফতেকে অমানুষিক নির্যাতন শেষে রবিউল চলে আসে দর্শনায়। রবিউলের প্রতারণার কারণে অবশেষে আত্মহত্যার পথ বেঁচে নেয় ফতে। গত বুধবার দুপুর আড়াইটার দিকে কাঠগড়া বাজার এলাকার ভাড়া বাড়ির ঘরের ফ্যানের সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে ফতে। বিকেলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ফতের লাশ উদ্ধার করেছে। গত বুধবার রাতে ফতের লাশ আনা হয় দর্শনায়। সকাল ১০টার দিকে জানাজা শেষে আজমপুর গোরস্তানে ফতের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। রবিউল এ খবর জানতে পেরে দিয়েছে গা-ঢাকা। এদিকে অভিযুক্ত প্রতারক রবিউলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ফতের মা।