বিজয় দিবসে শেখ হাসিনাকে ছিটমহল উপহার দেবেন মোদি

 

মাথাভাঙ্গা মনিটর: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময় চুক্তি লোকসভায় পাস করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। মোদির সেই কাজ অনেকটা সহজ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। প্রতিবেদনে বলা হয়, মমতা বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময়ে সায় দেয়ার পর এ চুক্তি কার্যকর করতে উঠেপড়ে লেগেছে মোদি সরকার। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় বিদসের আগে পার্লামেন্টে এ ব্যাপারে প্রয়োজনীয় বিল পাস করিয়ে নিতে চাইছে ভারত সরকার। আর তার পরই বাংলাদেশ সফরে যেতে চান মোদি। এ সময় পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস অনুষ্ঠানকে আরো মধুর করতে চায় ভারত। পার্লামেন্টে চুক্তি পাস করা গেলে, তার পরেই মোদি ঢাকা সফর করবেন এবং পরবর্তী সময়ে হাসিনাও দিল্লিতে যাবেন। তাই পার্লামেন্টের আসন্ন শীত অধিবেশনে এ বিল পাস করাতে চাইছে ভারত সরকার। এ চুক্তির পোশাকি নাম ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বা স্থল সীমান্ত চুক্তি। প্রধানমন্ত্রী থাকার সময় ২০১১ সালে মনমোহন সিং বাংলাদেশে গিয়ে স্থল সীমান্ত চুক্তি করেন। কিন্তু নিয়মানুযায়ী, পার্লামেন্টে এ চুক্তির অনুমোদন করতে হবে ও সংবিধান সংশোধন বিল পাস করাতে হবে। বাংলাদেশের পার্লামেন্টে বিল অনুমোদিত হয়েছে। কিন্তু ভারতে মনমোহনের আমলে বিল পাস করা যায়নি। প্রতিবেদনে বলা হয়, মোদির আমলে অবস্থা পাল্টেছে। মমতা এ বার দিল্লি এসে জানিয়েছেন, কেন্দ্র উপযুক্ত ক্ষতিপূরণ দিলে তিনি ছিটমহল বিনিময়ে রাজি। এ ক্ষতিপূরণ রাজ্য সরকারের সাথে কথা বলে ঠিক করতে হবে।