পাঁচলিয়া গ্রামের পরিচিত মুখ নিজাম উদ্দীনের ইন্তেকাল

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পুরাতন পাঁচলিয়া গ্রামের পরিচিত মুখ নিজাম উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজেউন)। গতকাল সকালে স্ট্রোক করলে ডাক্তারের নিকট নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃতকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি মরহুম পীর হিসাব উদ্দীনের বড় ছেলে। গতকাল বাদ জোহর জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ভাই, বোন, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষে ছোট ভাই ইসলাম উদ্দীন মাস্টার সকলের নিকট দোয়া চেয়েছেন।