স্টাফ রিপোর্টার: সামরিক সরকারের আমলে দণ্ডবিধি সংশোধন করে সড়ক দুর্ঘটনায় দায়ী চালকদের সাজার মেয়াদ তিন বছর করাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চোধুরী ও বিচারপতি মো. খোরশেদ জামানের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেয়। রায়ে আদালত বলেছেন, বর্তমান পরিস্থিতে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। এটি রোধ করেতে চালকদের সাজার মেয়াদ বৃদ্ধি করা দরকার। ১৯৮৫ সালে সামরিক শাসক এইচএম এরশাদের আমলে দণ্ডবিধি ৩০৪ (বি) ধারা সংশোধন করে সাত বছেরের সাজা কমিয়ে ৩ বছরে করা হয়। আইনের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন দু আইনজীবী। ওই রিটের পরিপ্রেক্ষিতে আনিত সংশোধনী কেন বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করা হয় ২০১১ সালের ৪ জানুয়ারি। গতকাল ওই রুলের চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রিটকারী কৌঁসুলি মঞ্জুর মোরশেদ বলেছেন, হাইকোর্টের এ রায়ের ফলে দণ্ডবিধিতে সংশোধনীর আগে যে সর্বোচ্চ সাজার মেয়াদ ছিলো তা বহাল থাকবে।